কোরিয়া সরকারের Economic Development and Cooperation Fund (EDCF) এর আওতায় Exim Bank এর আর্থিক সহযোগিতায় শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ ও তৃণমূল পর্যায়ে ই-সেবা প্রদানসহ দেশের শিক্ষা ক্ষেত্রে আইসিটি শিক্ষা প্রসারের লক্ষ্যে ১২৫ টি উপজেলাতে UITRCE নির্মাণ করা হয়েছে । বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ মার্চ, ২০১৬ একযোগে এ সেন্টারগুলো শুভ উদ্ভোধন করেন । তার পর থেকে এ সেন্টারগুলার কার্যক্রম পুরোদমে চলছে । এ সেন্টারগুলোর মাধ্যমে জুন ২০১৭ এর মধ্যে প্রায় ১ লক্ষ শিক্ষক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেছেন । দেশের সবগুলো উপজেলাতে সেন্টার স্থাপনের পরিকল্পনার আওতায় বর্তমানে ২য় পর্যায়ে ১৬০টি উপজেলাতে UITRCE নির্মাণের কার্যক্রম চলছে । ৩য় পর্যায়ে দেশের বাকি সবগুলো উপজেলাতে UITRCE স্থাপনের কাজ সম্পন্ন হবে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS