Wellcome to National Portal
Main Comtent Skiped

স্বাগতম উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE), ব্যানবেইস, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।


Image
Title
ইউআইটিআরসিই, ব্যানবেইস, রাঙ্গামাটি সদর।
Details

কোরিয়া সরকারের Economic Development and Cooperation Fund (EDCF) এর আওতায় Exim Bank এর আর্থিক সহযোগিতায় শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ ও তৃণমূল পর্যায়ে ই-সেবা প্রদানসহ দেশের শিক্ষা ক্ষেত্রে আইসিটি শিক্ষা প্রসারের লক্ষ্যে ১২৫ টি উপজেলাতে UITRCE নির্মাণ করা হয়েছে  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মার্চ২০১৬ একযোগে এ সেন্টারগুলো শুভ উদ্ভোধন করেন । তার পর থেকে এ সেন্টারগুলার কার্যক্রম পুরোদমে চলছে । এ সেন্টারগুলোর মাধ্যমে জুন ২০১৭ এর মধ্যে প্রায় ১ লক্ষ শিক্ষক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেছেন । দেশের সবগুলো উপজেলাতে সেন্টার স্থাপনের পরিকল্পনার আওতায় বর্তমানে ২য় পর্যায়ে ১৬০টি উপজেলাতে UITRCE নির্মাণের কার্যক্রম চলছে । ৩য় পর্যায়ে দেশের বাকি সবগুলো উপজেলাতে UITRCE স্থাপনের কাজ সম্পন্ন হবে