ইউআইটিআরসিই,রাঙ্গামাটি সদরে ২০১৫-২০১৬ অর্থ-বছরে ৮ টি, ২০১৬-২০১৭ অর্থ-বছরে ২ টি, ২০১৭-২০১৮ অর্থ-বছরে ২ টি ,২০১৮-১৯ অর্থ-বছরে ৫টি, ২০১৯-২০ অর্থ-বছরে ৩টি ও ২০২০-২১ অর্থ-বছরে ৭টি ব্যাচে মোট ২৭টি ব্যাচের "আইসিটি ট্রেনিং ফর টিচার্স" শিরোনামে প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে । যার মাধ্যমে ৬৪৮জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । ২০২০-২১ অর্থ-বছরে ১টি ব্যাচে মোট ২৪ জন শিক্ষককে কম্পিউটার হার্ডওয়ার নেটওয়ার্ক ট্রাবলশ্যুটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্তমানে অদ্যাবিধ ২০২১-২২ অর্থ-বছরে মোট ৬টি ব্যাচের মাধমে ''ট্রেনিং অন ইন্টারেক্টিভ অনলাইন টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট'' প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে। যার মাধ্যমে এ যাবৎ প্রশিক্ষণের তালিকা অনুযায়ী সর্বমোট ৩৩টি ব্যাচের ৭৯২ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
**এছাড়াও ২০২২-২৩ অর্থবছরে ৯৬ জন শিক্ষককে বেসিক আইসিটি , ট্রেনিং অন ইন্টারেক্টিভ অনলাইন টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট ও কম্পিউটার হার্ডওয়ার নেটওয়ার্ক ট্রাবলশ্যুটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।**
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS